
ফরিদপুর প্রতিনিধি :
এবছর পুজাকে ঘিরে গুজবকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী উচ্চারন করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল।
বুধবার বেলা ১১টায় ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ হুশিয়ারী উচ্চারণ করেন তিনি।
এসময় পুলিশ সুপার আরো বলেন, মাতাল হয়ে পুজায় পরিবেশ বিঘ্নিত করলে তাকেও আইনের আওতায় আনা হবে। সে ক্ষেত্রে কারো অনুরোধ রাখা হবেনা। এছাড়া পরিবেশ রক্ষায় পুজা চলাকালে সাতদিন মদের দোকান বন্ধ রাখা হবে বলে জানান ওই কর্মকর্তা।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ আজমির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল মোঃ আসিফ ইকবাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল সহ ফরিদপুর প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জানানো হয়, শারদীয়া দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্টানের লক্ষ্যে ফরিদপুর জেলা পুলিশ ছাড়াও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীয়র সমন্বয়ে কয়েকস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। গুরুত্বপূর্ণ মন্ডপগুলোর নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশ নিয়োজিত তাকবে বলেও জানানো হয়।
উল্লেখ্য, পুলিশের তথ্যমতে, এবছর জেলার নয়টি উপজেলায় সাতশ ৫৯টি মন্ডপে পুজা অনুষ্ঠিত হবে।