প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যাদবপুরে প্রধান সড়ক মেরামতে এগিয়ে এলেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব এস এম আলম হোসেন

কার্তিক ঘোষ (স্টাফ রিপোর্টার) ঃ

ঢাকার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের ভাতকুড়া এলাকায় টানা তিন দিনের ভারী বর্ষণে প্রধান সড়কটি কাদা ও জলাবদ্ধতায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। দীর্ঘদিনের অবহেলায় জরাজীর্ণ হয়ে পড়া এ সড়ক ভেঙে যাওয়ায় ওই ইউনিয়নের প্রায় ২০ গ্রামের হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েন।

গ্রামীণ এই সড়কটি স্থানীয়দের দৈনন্দিন চলাফেরার একমাত্র ভরসা। কৃষকরা তাদের কৃষিপণ্য বাজারে নিতে না পারা, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে যেতে বাধাগ্রস্ত হওয়া, এমনকি রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে সীমাহীন দুর্ভোগ সৃষ্টি হয়। বৃষ্টির পর সড়কটি একেবারেই কাদা ও গর্তে ভরে যাওয়ায় শিশু, বৃদ্ধ ও নারীদের চলাফেরাও হয়ে ওঠে ঝুঁকিপূর্ণ।

এ অবস্থায় স্থানীয় জনগণের কষ্ট লাঘবে এগিয়ে আসেন যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আলহাজ্ব এস এম আলম হোসেন। তিনি ব্যক্তিগত অর্থায়নে সড়কে খোয়া ফেলে জরুরি ভিত্তিতে মেরামতকাজ শুরু করেন।

সড়ক মেরামতের কাজে স্থানীয়দের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অনেকেই স্বেচ্ছাশ্রম দিয়ে কাজ করতে এগিয়ে আসেন। এ সময় এলাকাবাসী বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এই সড়ক তাদের নিত্যদিনের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। নির্বাচনের আগেই চেয়ারম্যান পদপ্রার্থী আলম হোসেনের এ উদ্যোগে তাদের ভরসা ফিরেছে।

স্থানীয় এক কৃষক জানান, “আমরা এ রাস্তা দিয়ে কৃষিপণ্য বাজারে নিয়ে যেতে খুব কষ্ট পেতাম। গরু-ছাগল টানতে পারতাম না, ভ্যান বা ট্রলি চলে না। এখন রাস্তা কিছুটা ঠিক হওয়ায় অন্তত স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারছি।”

স্কুলের এক ছাত্রী আবেগ প্রকাশ করে বলেন, “আগে স্কুলে যেতে কাদা পানি মাড়িয়ে যেতে হতো। জামাকাপড় নষ্ট হতো, বই-খাতা ভিজে যেত। এখন আমরা স্বস্তিতে স্কুলে যেতে পারব।”

এলাকাবাসীর দাবি, ইউনিয়নের দীর্ঘদিনের সমস্যা সমাধানে চেয়ারম্যান পদপ্রার্থী এস এম আলম হোসেনের এই উদ্যোগ তাদের আস্থা বাড়িয়েছে। তারা আশা প্রকাশ করেন, নির্বাচিত হলে তিনি বৃহত্তর উন্নয়নমূলক কার্যক্রম হাতে নেবেন।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আলহাজ্ব এস এম আলম হোসেন বলেন, “মানুষের দুর্ভোগ দেখলে চুপ করে থাকতে পারি না। রাস্তা মেরামতের কাজ শুরু করেছি কেবল জনগণের কষ্ট লাঘবের জন্য। এ ইউনিয়নের প্রতিটি মানুষের কল্যাণে কাজ করতে চাই।”

 যাদবপুর ইউনিয়নের ভাতকুড়া-সংলগ্ন এই সড়কটি ইউনিয়নের কেন্দ্রীয় যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। বহু বছর ধরে সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে এটি নিয়মিতভাবে জলাবদ্ধতায় ডুবে যায়। স্থানীয়দের প্রত্যাশা, এই উদ্যোগ সাময়িক সমাধান হলেও ভবিষ্যতে স্থায়ীভাবে সড়কটি সংস্কার করে যাতায়াত সহজ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়