প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশুলিয়ায়  যৌথ বাহিনীর অভিযানে মাদকদ্রব্য গাঁজাসহ ‎মাদক চক্রের  চারজন সদস্য গ্রেফতার

‎মোঃফাহিম চৌধুরী 
‎সাভার উপজেলা প্রতিনিধি

‎১৩ সেপ্টেম্বর আশুলিয়ার বাইপাইল এলাকায় যৌথবাহিনী কর্তৃক পরিচালিত নিয়মিত রাত্রিকালীন টহল 
‎বাহিনী সন্দেহজনকভাবে চলাচলরত ৩ জন মোটরসাইকেল আরোহীকে চিহ্নিত করা হয়। যৌথ বাহিনী টহল দল তাদের 
‎থামতে সংকেত দিলে মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে ধাওয়া করে সেখান থেকে দুই যুবককে আটক করা হয়। 
‎ প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদকাসক্ত অবস্থায় ছিল এবং তাদের নিকট থেকে  ১২২ পোট গাঁজা, দেশীয় অস্ত্র ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। অভিযুক্তদের দেয়া তথ্যের ভিত্তিতে সেনা টহল দল স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত অপর একজন ব্যক্তিকে শনাক্ত করে। 

‎আটককৃতরা হলোঃ-রাব্বি (১৬),  (১৭), বকুল (৪২)
‎ আজিজুর (৪০)। 
‎উদ্ধারকৃত মালামালঃ- একটি পালসার মোটরসাইকেল।
‎১২২ পোট গাঁজা (বিক্রির জন্য প্যাকেট করা) এবং গাজা তৈরির সরঞ্জাম। কিছু দেশীয় অস্ত্র এবং  ব্যবহারকৃত মোবাইল ফোন। 
‎ 
‎যৌথ বাহিনী আরও জানায়, আটককৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য, মোটরসাইকেল এবং অস্ত্র আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।এবং যৌথবাহিনি মাদকদ্রব্য ও অস্ত্র সহ
‎অপরাধ দমনে এমন অভিযান  অব্যাহত থাকবে বলে জানিয়েছে যৌথবাহিনী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়