
মোঃ রিপন হাওলাদার:
কুড়িগ্রামের রৌমারী উপজেলার আলোচিত ত্রিমুখী হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. জাকির (২৮) কে রাজধানীর চানখাঁরপুল এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল সোমবার রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে ডিএমপি’র চকবাজার থানাধীন চানখাঁরপুল এলাকায় অভিযান চালিয়ে জাকিরকে আটক করা হয়। সে কুড়িগ্রামের রৌমারী থানার ফুলবাড়ী এলাকার বক্তার আলীর ছেলে।
গত ২৪ জুলাই সকালে রৌমারী উপজেলার নয়ারচর গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্দ্র করে আরিফ হাসান (২২) ও তার পরিবারের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানো হয়। ওই ঘটনায় ফুল বাবু (৪৫) ও নুরুল আমিন (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুলু মিয়া (৪৭) মারা যান। এ ছাড়াও আরও তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।
ঘটনার পর নিহতদের পরিবার রৌমারী থানায় মামলা দায়ের করলে তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেফতারে র্যাব-১০ এর সহযোগিতা কামনা করেন। পরে র্যাব-১০ এর অভিযানে ঢাকার চানখাঁরপুল থেকে আসামি জাকিরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জাকিরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। (meanwhile) মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।
সরে/আর/এইচ