প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শরীয়তপুরে সড়ক দু'র্ঘ'টনায় দুই ভাই আ'হ'ত

শরীয়তপুর প্রতিনিধিঃ

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে ভয়াবহ স'ড়'ক দুর্ঘটনায় নুরজ্জামান ও সুমন নামের দুই ভাই গুরুতর আ'হ'ত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার সখিপুর ইউনিয়নের মাদু সরকারের কান্দি এলাকায় এ দু'র্ঘট'না ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নুরজ্জামান ও সুমন নুরজ্জামানের শ্বশুরবাড়ি ছুরিরচর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রাস্তায় ড্রেজারের পাইপ উঁচু করে রাখা থাকায় তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায়। এতে তারা প্রায় ৪ থেকে ৫ ফুট ওপরে ছিটকে গিয়ে গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে প্রচণ্ড শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে আসেন। এসময় নুরজ্জামান ও সুমনকে গুরুতর আ'হ'ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে শরীয়তপুর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আ'শ'ঙ্কাজন'ক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

আহত নুরজ্জামান ও সুমন চরভাগা ইউনিয়নের পেদা কান্দি গ্রামের বাসিন্দা ইমরান হোসেন পেদার ছেলে। বর্তমানে তারা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা আহত দুই ভাইয়ের দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়