প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লার বাঙ্গরা বাজার থানাকে উপজেলা করার দাবিতে সমাবেশ 

স্টাফ রিপোর্টার (কুমিল্লা)

কুমিল্লার বাঙ্গরা বাজার থানাকে উপজেলা করার দাবিতে সমাবেশ করা হয়েছে। 
শনিবার বিকেলে মুরাদনগর উপজেলার শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। এ সময় দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন। 
সমাবেশে বক্তারা বলেন, প্রশাসনিক সুবিধা ও উন্নয়ন ত্বরান্বিত করতে বাঙ্গরা বাজার থানাকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে ঘোষণা করা জরুরি। এ দাবির বিষয়ে তারা  প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন। এবং স্থানীয় সরকার. পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ক্রীড়া মন্ত্রালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া নিকট জোরালো দাবি জানান। বক্তারা দাবি জানান,১০টি ইউনিয়ন নিয়ে ১নং শ্রীকাইল ইউনিয়ন থেকে উপজেলা বাস্তবায়ন কর্মসূচি শুরু করেছি যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হয় কতদিন পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। 
কমল সরকারের সঞ্চালনায় এতে সভাপতি তো করেন
বক্তব্য রাখেন বাঙ্গরা বাজার থানার বলীঘর গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী  ও সমাজসেবক  গোলাম কিবরিয়া সরকার, রাজনীতিবীদ কামরুল হাসান কেনাল, বলীঘর হুজুরী শাহ উচ্চ বিদ্যালয়ের সভাপতি তাহমিনা বেগম, রাজনীতিবীদ আব্দুর রাজ্জাক, বাক্কিছ মেম্বার, সাজ্জাদ হোসেন,  সাংবাদিক এমকেআই জাবেদ, তানভীর সরকার, সাংবাদিক হাফেজ নজরুল ইসলাম প্রমুখ।  
বক্তারা এ দাবিকে যুগের প্রানের দাবি উল্লেখ করে শিগগিরই তা বাস্তবায়নের আহ্বান জানান।
জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়। বক্তারা আশা প্রকাশ করেন, খুব শিগগিরই সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়