প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি আশাবাদী আমার কোন বহিষ্কার আদেশ নাই তাই দল আমাকে নমিনেশন দিবে,কাজী কামাল।

মোঃ তারিকুল ইসলাম তুহিন, জেলা প্রতিনিধি, মাগুরাঃ

মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়ন বিএনপি'র কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার ৭ সেপ্টেম্বর বিকাল ৩ টার সময় সিংড়া তিলখড়ি মাঠ প্রাঙ্গণে ধনেশ্বরগাতী ইউনিয়ন বিএনপির আয়োজনে,সভাপতিত্ব করেন ধনেশ্বরগাতী ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ছবেদ আলী বিশ্বাস ও সঞ্চালনায় ছিলেন বিএনপি নেতা কাজী আলামীন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ সাবেক সংসদ সদস্য, মাগুরা জেলা বিএনপি সাবেক সফল সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী সালিমুল হক কামাল। 
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শালিখা উপজেলা বিএনপি সাবেক সভাপতি মোজাফফর হোসেন টুকু, সাবেক সভাপতি ও আহবায়ক আনিচুর রহমান মিল্টন, মহম্মদপুর উপজেলা বিএনপি সাবেক সদস্য মোঃ আক্তারুজ্জামান, মহম্মদপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান বাচ্চু প্রমুখ। 

এছাড়াও উপস্থিত ছিলেন, ধনেশ্বরগাতী ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র বিশ্বাস, ধনেশ্বরগাতী ইউনিয়ন সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সদস্য আহবায়ক কমিটি শালিখা থানা সাবুর আলী মোল্লা, শালিখা উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি হাফিজুর রহমান, শালিখা ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি শহীদুজ্জামান, দক্ষিণ বিএনপি সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, আড়পাড়া ইউনিয়ন সাবেক সভাপতি হাফিজুর রহমান বিশ্বাস, শালিখা উপজেলা  যুবদলের আহবায়ক সোহেল মুন্সি, দক্ষিণ মাগুরা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, মাগুরা জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ কায়জার হোসেন, শালিখা থানা বিএনপি সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান, শালিখা উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মোঃ বিপ্লব সরদার, বিএনপির তালখড়ি ইউনিয়নের বিএনপি নেতা আলামিন কাজী, রাঘবদাইড় ইউনিয়নের বিএনপি নেতা শরফুদ্দীন রাজা, বিএনপি নেতা বাদশাহ সহ প্রমুখ। 

প্রধান বক্তা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বলেন, আপনারা ধনেশ্বরগাতী ইউনিয়ন বাসীর লোকজন বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার ধানের শীষ প্রতীককে ভালোবেসে সিংড়া তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে হাজির হয়েছেন।

প্রধান অতিথির বক্তব্যে মাগুরা-২ সাবেক সংসদ সদস্য, মাগুরা জেলা বিএনপি সাবেক সফল সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী সালিমুল হক কামাল বলেন, আমি আশাবাদী আমার কোন বহিষ্কার আদেশ নাই তাই দল আমাকে নমিনেশন দিবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়