
কাজী সজিব আহমদ তালুকদার,
সিলেট জেলা প্রতিনিধি:
এবারের ৪৮ তম বিসিএসে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের মাজদিহি চা বাগানের সন্তান ডা. আকাশ নুনিয়া সহকারী সার্জন হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। চা শ্রমিক পরিবারে জন্ম নেওয়া আকাশ নুনিয়া নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্য দিয়ে বড় হয়েছেন। কিন্তু অদম্য ইচ্ছাশক্তি আর নিরলস পরিশ্রমের মাধ্যমে তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।
চা শ্রমিক পরিবারের সন্তান হয়েও বিসিএস ক্যাডারে ডাক্তার হিসেবে মনোনীত হওয়ায় তাঁর এলাকায় আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে। স্থানীয়রা বলছেন, ডা. আকাশ নুনিয়ার এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং চা শ্রমিক সম্প্রদায়ের তরুণ-তরুণীদের জন্য এক অনন্য অনুপ্রেরণা।
নিজের অনুভূতি জানাতে গিয়ে ডা. আকাশ নুনিয়া বলেন,এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। বাবা-মায়ের কষ্ট, শিক্ষকদের দোয়া আর নিজের চেষ্টার ফলে আমি আজ এই জায়গায় পৌঁছেছি। আমি চাই চা শ্রমিক পরিবারের আরও ছেলে-মেয়েরা উচ্চশিক্ষায় এগিয়ে যাক এবং দেশের সেবা করুক।”
উল্লেখ্য, মৌলভীবাজারসহ সিলেট বিভাগের চা বাগানগুলো থেকে প্রতিবছরই অনেক মেধাবী শিক্ষার্থী বের হয়ে আসছেন। তবে বিসিএস ক্যাডারে ডাক্তার হিসেবে সুযোগ পাওয়া খুবই বিরল ঘটনা। তাই ডা. আকাশ নুনিয়ার এই সাফল্যকে স্থানীয়রা যুগান্তকারী অর্জন হিসেবে দেখছেন।
আজ চিকিৎসক নিয়োগে ৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৩ হাজার ১২০ জনকে ক্যাডার হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে সহকারী সার্জন পদে ২ হাজার ৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন নির্বাচিত হয়েছেন।