
হাফিজুর রহমান গাজীপুর
মধ্যরাতের বন্য অভিযান! গাজীপুরের সাফারি পার্কে রাতের অন্ধকারে ঢুকে পড়ে ১১ তরুণ, যেন কোনো মিশন ইম্পসিবলের দৃশ্য! তবে পার্ক কর্তৃপক্ষ ছিল সজাগ—চোরে না শুনে ধর্মের কথা, কিন্তু পাহারাদার শোনে পায়ের শব্দ। শুক্রবার গভীর রাতে টহল দলের নজরে পড়ে ছায়ার মতো ঘুরে বেড়ানো এই তরুণেরা। সাফারি পার্কে সিংহ-হরিণ নয়, সেই রাতে ধরা পড়ে ‘মানুষরূপী অনুপ্রবেশকারী’। সঙ্গে সঙ্গে খবর যায় ট্যুরিস্ট পুলিশ ক্যাম্পে, আর অভিযান চালিয়ে তাদের ধরে ফেলা হয় হাতেনাতে। পার্কের ভেতর ঢুকে কী করছিল তারা? এখনও অজানা, তবে অতীত ইতিহাস বলছে—এখানে একাধিকবার চুরি, মূল্যবান প্রাণী নিখোঁজ, এমনকি ভেতরের সরঞ্জাম উধাও হয়েছে রহস্যজনকভাবে। তাই কর্মকর্তারা নড়েচড়ে বসেছেন আগেই। এবার ১১ তরুণ আটক—তাদের নাম-পরিচয় গোপন থাকলেও জানা গেছে, সবাই আশপাশের কারখানার কর্মী। শনিবার সকালে বন বিভাগ তাদের হস্তান্তর করে পুলিশের কাছে, আর দুপুরে তাদের পাঠানো হয় আদালতে। শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল রাকিব জানালেন, তদন্ত চলছে—এই অনুপ্রবেশ কি নিছক ‘দুষ্টামি’, নাকি এর পেছনে আছে বড় কোনো চক্র? প্রশ্ন রয়ে গেল। তবে সাফারি পার্কের ভেতরে যদি মধ্যরাতে চলে বেআইনি হাইড অ্যান্ড সিক, তাহলে দায় শুধু পশুর বনে না, আমাদের সমাজেও।