খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা প্রতিনিধি:
কলারোয়ার কয়লায় ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে কয়লা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন যুবদলের আয়োজনে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় কয়লা ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল্লাহ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন, কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা ০১ তালা- কলারোয়া সংসদীয় আসনের বার বার নির্বাচিত সাবেক এমপি মোঃ হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও মুখপাত্র অধ্যক্ষ রইচ উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, কলারোয়া উপজেলা যুবদলের আহবায়ক এম. এ হাকিম সবুজ, সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, কয়লা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মাজেদ, সহ-সভাপতি আব্দুর রফিক মোল্লা, বিএনপি নেতা সালাউদ্দিন পারভেজ। কলারোয়া উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য এস এম আশিকুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য জীবীদলের সভাপতি মোঃ নুরুল আমিন খান, তাতী জীবীদলের যুগ্ম আহবায়ক মোঃ আহসান হাবিব খান, বিএনপি নেতা খন্দকার আসাদুজ্জামান, হুমায়ুন কবির, আরিফ খান , সাংবাদিক কে এমন আনিছুর রহমান, খান নাজমুল হুসাইন প্রমূখ।
তৎকালীন আওয়ামী লীগ সরকারের সাজানো গাড়িবহর মিথ্যা মামলায় চার- বিএনপি নেতা কারা অন্তরীন অবস্থায় মারা যান। তাদের স্মরণে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করে খোর্দ্দ কপোতাক্ষ স্পোর্টিং ক্লাব -০১ গোলে সাতক্ষীরা অরিয়াস স্পোর্টিং ক্লাবকে হারিয়ে জয়লাভ করেন।
খোর্দ্দ কপোতাক্ষ স্পোর্টিং ক্লাবের পক্ষে গোল দিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন নাহিদ। সমগ্র খেলাটি পরিচালনা করেন রাশেদ হোসেন এবং ইকবাল হোসেনের ধারাভাষ্যে হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করেন। প্রধান অতিথি প্রথমে উপস্থিত হয়ে খেলার শুভ উদ্বোধন করেন। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।