প্রকাশিত : ২৮ মে, ২০২৫, ০৬:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাপ ফুটবল টুর্নামেন্টের  

কাতিক ঘোষ, ধামরাই (ঢাকা) থেকেঃ

ঢাকার ধামরাইয়ে শহীদ প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে  গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২০২৫ । ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের  বারবাড়িয়া ভোলানাথ স্কুল এন্ড কলেজ  মাঠে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে চারিপাড়া যুবক সমিতি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুতিপাড়া  ইউনিয়ন পরিষদের   চেয়ারম্যান (বর্তমান) আলহাজ্ব মোহাম্মদ রমিজুর রহমান চৌধুরী রুমা এ সময়  এ  ৮টিমের ফুটবল টুর্নামেন্টের চতুর্থ দিনের খেলা  অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন  ঢাকা জেলা বিএনপি'র  প্রচার সম্পাদক বিশিষ্ট  সমাজসেবক বাবু সুনীল চন্দ্র সাহা। 

এ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনের পরই  বাঁধভাঙ্গা নদীর জোয়ারের মতো শুরু হয় মুষলধারে বৃষ্টি। এ মুষলধারে বৃষ্টির মধ্যেই চলছিল ফুটবল খেলা। আমন্ত্রিত অতিথি সহ সকল দর্শকরা কাঠ ভেজা হলেও কেউই মাঠ ও মঞ্চ ছেড়ে যাননি। এ মুষলধারে বৃষ্টির মাঝেই তারা উপভোগ করছিলেন এ ফুটবল খেলা। 

এ ফুটবল টুর্নামেন্টের সার্বিক সহায়তায় ও   তত্ত্বাবধানে   রয়েছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ ইয়াসিন ফেরদৌস   মুরাদ। 

এ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ দিনের    প্রতিযোগিতায় অংশ নিয়েছেন  মাগুরা জেলা ফুটবল একাদশ ও নরসিংদী জেলা ফুটবল একাদশ। 

দীর্ঘদিন পর এ মাঠে এত বড় ধরনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করায়  উক্ত মাঠের চারপাশে হাজার হাজার দর্শকের সমাগম ঘটে। দলগুলিতে বিদেশি ফুটবলাররা তাদের ফুটবল নৈপুণ্য প্রদর্শন করে দর্শকদের মন করেন। দর্শকদের মোহর মোহ করতালিতে মুখরিত হয়ে ওঠে ফুটবল খেলার মাঠ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়