
R.G.C রক্তদান সংগঠনের আয়োজনে ১২০ পরিবারে গরুর মাংস বিতরণ
————————————————
মোঃহাসান স্টাফ রিপোর্টার
কুমিল্লা, হোমনায়, রঘুনাথপুর R.G.C সামাজিক রক্তদান সংগঠনের আয়োজনে ২১/৪/২০২৩ তাঃ শুক্র সকালে রঘুনাথপুর, তিতিয়া, চন্ডিরচরের ১২০ গরীব অসহায় পরিবার এর মাঝে গরুর গোস্ত বিতরন করে। অসহায় গরীব দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে, ঈদের আনন্দ ভাগাভাগি করতে R.G.S রক্তদান সংগঠনের এই উদ্যোগ। এই রমজানে প্রবাসীদের সহযোগিতায় ১২০ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করে।
সামাজিক সংগঠনটি দীর্ঘদিন যাবত অসুস্থ মানুষকে রক্ত দানকরা।
অসহায় মানুষকে চিকিৎসা সেভায় সহযোগিতা করা।
বস্ত্রহীন মানুষকে শীতবস্ত্র দিয়ে সহযোগিতা
করুনাকালীন সময়ে খাদ্য অর্থ দিয়ে সহযোগিতা করা ধারাবাহিক ভাবে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে মানবতার কল্যাণে সেবামূলক কাজকর্ম করে আসছে। গরু জবাই করে মাংস বিতরণে
এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জনাব সাইফুল ইসলাম।সঞ্চালনায় সংগঠনের সাধারন সম্পাদক আসিফ সরকার।উপস্থিত ছিলেন হাজী আবদুল মান্নান,শামিম মাস্টার,আমিনুল ইসলাম,আক্তার হোসেন,নসু মিয়া সহ সংগঠনের সদস্য বৃন্দ এই এলাকার বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের প্রাণের দাবি R.G.S এই সংগঠনটি দীর্ঘদিন বেঁচেথেকে মানবতার কল্যাণে কাজ করে অসহায় মানুষের পাশে দাঁড়াবে