প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ০১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর ৩ আসনে বিএনপি'র মনোনীত প্রার্থী চৌধুরী নায়ক ইউসুফের পক্ষে মুন্সি বাজারে গণ-সংযোগ ও হ্যান্ডবিল বিতরন

প্রবীর কুমার তালুকদার (সুজিৎ) বিশেষ প্রতিবেদক, 

সোমবার ৩ নভেম্বর ২০২৫ তারিখে ফরিদপুর মহানগর যুবদলের, সাধারণ সম্পাদক, রেজওয়ান বিশ্বাস (তরুনের) নেতৃত্বে  বিকাল ৫ টার দিকে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ফরিদপুর পৌরসভার ২৭ নং ওয়ার্ডের মুন্সি বাজারে উপস্থিত হয়ে, বাংলাদেশ জাতীয়তা-বাদী দল বিএনপি'র বারবার নির্বাচিত সাবেক  সফল এমপি ও  মন্ত্রী, ফরিদপুরে উন্নয়নের রূপকার, চৌধুরী কামাল ইবনে ইউসুফ সাহেবের সুযোগ্য জ্যেষ্ঠ  কন্যা সুশিক্ষিত ,ফরিদপুর মাটি ও মানুষের নেত্রী,ফরিদপুর ৩ আসনের প্রার্থী  চৌধুরী নায়াব ইউসুফের প্রচারে, গণসংযোগ করে, মুন্সি বাজারে প্রত্যেকটি দোকান-দার ও পথ-চারীদের  কাছে গিয়ে হ্যান্ড বিল বিতরণ করে এবং ভোট প্রার্থনা করেন,গণসংযোগ শেষে, মুন্সিবাজার গোল চত্তরে নেতাকর্মীদের নিয়ে বক্তব্য রাখেনঃ রেজওয়ান বিশ্বাস (তরুণ),সাধারণ সম্পাদক, ফরিদপুর মহানগর যুবদল, লুৎফর 
রহমান, ফরিদপুর মহানগর যুবদল নেতা, মোঃ শামসু মল্লিক, ফরিদপুর মহানগর যুবদলের ১৪ নং ওয়ার্ড সভাপতি প্রমুখঃ  বক্তারা আরো জানান আমরা খুব খুশি, ফরিদপুর ৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র মনোনীত প্রার্থী চৌধুরী নায়ক ইসফকে আমরা বিপুল ভোটে বিজয়ী করবো, বলে জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়