জামসেদ হোসেনঃ
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও পাহাড়তলী আংশিক আকবরশাহ) আসনে বিএনপির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীকে মনোনয়ন না দেওয়ায় উত্তপ্ত হয়ে উঠেছে সীতাকুণ্ড। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন তালিকা ঘোষণার পর ক্ষুব্ধ বিএনপির তৃণমূল নেতাকর্মীরা সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে মহাসড়ক ও রেললাইন অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়ে।
উপজেলার ভাটিয়ারী, জলিল গেইট, বার আউলিয়া, সিরিজ ভূঁইয়া রাস্তার মাথা, বাড়বকুণ্ড, সলিমপুর, কুমিরা, সোনাইছড়ি, পৌরসভা, বড়দারো হাট সহ অন্তত ১৫ থেকে ২০টি স্থানে নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। টায়ারে আগুন জ্বালিয়ে তারা আসলাম চৌধুরীর পক্ষে স্লোগান দিতে থাকেন এবং মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান।
এ সময় মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে ঢাকা-চট্টগ্রামের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘ যানজটে আটকে শত শত যাত্রী ও পণ্যবাহী গাড়ি। জনদুর্ভোগে পড়ে। এদিকে রাত ৮টার পর রেল লাইনের সীতাকুণ্ড অঞ্চলের বিভিন্ন স্থানে আগুন জ্বালানোর ঘটনা ঘটেছে। এতে সীতাকুণ্ডের সঙ্গে ঢাকা ও সিলেটের উভয় লাইনে রেল যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন মাস্টার আতিকুর রহমান।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দিক জানান, পাহাড়তলী থেকে সীতাকুণ্ড পর্যন্ত অন্তত ৭-৮টি স্থানে আগুন জ্বালানো দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল আপাতত স্থগিত রাখা হয়েছে।
কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আসলাম চৌধুরীকে মনোনয়ন না দেওয়ায় নেতাকর্মীরা বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করেছেন। অন্তত উপজেলার ১৫টি গুরুত্বপূর্ণ পয়েন্টে আগুন জ্বালানো ও বিক্ষোভের খবর পেয়েছি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। একই বক্তব্য জানিয়েছেন সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান। এই রিপোর্ট লেখা (রাত ১০ টা) পর্যন্ত মহাসড়ক ও রেল লাইনে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ আছে।
উত্তর জেলা বিএনপির সদস্য ও সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর বলেন, আসলাম চৌধুরী দীর্ঘ নয় বছর কারাভোগ করেছেন, দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন। তিনি সীতাকুণ্ডে বিএনপির সবচেয়ে জনপ্রিয় ও ত্যাগী নেতা। অথচ তার বদলে অন্যকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা হাইকমান্ডের কাছে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি।