প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ০৮:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির ২৩৭ প্রার্থীর নাম ঘোষণা; ঢাকা-১৯ ড. সালাউদ্দিন বাবুর

ফাহিম চৌধুরীঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২৩৭ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। সোমবার ৩ নভেম্বর গুলশানে দলের কার্যালয়ে এ তালিকা ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা বিভাগের ২০টি আসনের মধ্যে ঢাকার ১৯ নম্বর সাভার-আশুলিয়া আসনে মনোনয়ন পেয়েছেন ড. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। তার নামও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, অবশিষ্ট আসনগুলোর বিষয়ে পর্যায়ক্রমে সিদ্ধান্ত জানানো হবে। দলটি ইতোমধ্যে নির্বাচনী প্রস্তুতি জোরদার করেছে এবং বিভিন্ন পর্যায়ে প্রার্থীদের নিয়ে মতবিনিময় কার্যক্রম অব্যাহত রেখেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়