প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৫, ০৪:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নড়াইলে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশের ন্যায় নড়াইলেও জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী। দিনটি উপলক্ষে রোববার বিকেলে জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বিকেল চারটায় শহরের নিজ কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে জেলা গণঅধিকার পরিষদের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইমাম হোসেন সেলিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মিলন।

আলোচনা সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়