প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৫, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন দফা দাবিতে রাজশাহীতে শিক্ষক-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ রাকিবুল ইসলাম
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ২০% বাড়ি ভাড়া বৃদ্ধি, চিকিৎসা ভাতা ১৫০০ টাকা নির্ধারণ এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫% প্রদানের দাবিতে কর্মবিরতি,প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মডেল মসজিদের সামনে এ কর্মসূচি পালন করেন শিক্ষক-কর্মচারীরা।

বৈষম্য বিরোধী শিক্ষক-কর্মচারী ফোরাম, রাজশাহী জেলা শাখা ও শিক্ষক কর্মচারী সমন্বয় ফোরামের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শত শত শিক্ষক-কর্মচারী অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে আমরা ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সরকারি চাকরিজীবীদের তুলনায় অবহেলিত অবস্থায় রয়েছেন। আমাদের তিন দফা দাবি দ্রুত বাস্তবায়ন না হলে কর্মসূচি আরও কঠোর করা হবে।”

এসময় বক্তব্য রাখেন—
দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ জিয়াউল হক,সিংগা আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম,
গৌরী হার দাখিল মাদ্রাসার সুপার মোঃ আক্কাস আলী,
কয়ামাজনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাজ্জাদুল ইসলাম,যুগীশো উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল্লাহ আল সাফী,বখতিয়ারপুর ডিগ্রি কলেজের সহকারী শিক্ষক মোঃ আশরাফুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নেতারা।

বক্তারা আরও জানান, গত ১২ অক্টোবর ঢাকায় বিশাল জনসমাবেশের মধ্য দিয়ে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট তাদের আন্দোলনের সূচনা করে। এরপর ১৩ অক্টোবর থেকে সারাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি কর্মসূচি শুরু হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষক-কর্মচারীরা সরকারের প্রতি দ্রুত দাবি পূরণের আহ্বান জানান এবং বলেন, শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়