ছবি এইচ এম আমজাদ হোসেন মোল্লা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আবু জাফর আহমেদ বাবুলের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে নগরীর আলমলাপাড়া থেকে লিফলেট বিতরণ কর্মসূচী শুরু হয়।
বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুলের ছোট ভাই প্রাইম ওয়াশিং প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট সমাজ সেবক জহির আহমেদ সোহেলের নেতৃত্বে নগরীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়।
এসময় তিনি বলেন, একটি রাষ্ট্রে সর্বময় ক্ষমতার অধিকারী হচ্ছে জনগণ। দল যদি আমার ভাইকে মনোনীত করে এবং জনগণ যদি আমাদের পাশে থাকে তাহলে নারায়ণগঞ্জ-৫ আসনের উন্নয়নে আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো। যদি আমরা নির্বাচিত হই তাহলে জনগণই দেখবে আমরা যা বলেছি তা করছে কিনা।
এসময় আমলাপাড়া, এসিধর রোড, উকিল পাড়া, দেওভোগ আখড়ক, গলাচিপা, বোয়ালিয়া খাল,দেওভোগ পানির ট্যাংন্কি কৃষ্ণচূড়া মোড়, আলী আহাম্মদ চুনকা সড়ক,দেওভোগ বড় মসজিদ, পাক্কা রোড়,দুই নম্বর বাবুরাইল, ভূইয়াপাড়া, বউবাজর হয়ে চাষাড়া ঘুরে পূণরায় মিশনপাড়া মোড়ে এসে লিফলেট বিতরণ সমাপ্তি করা হয়৷