মো: কবির উদ্দিন,
নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহ জেলার নান্দাইল থানার ৮নং সিংরইল ইউনিয়নের দিলালপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জাকের পার্টির উদ্যোগে এক বর্ণাঢ্য নির্বাচনী জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচিতে নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ পরিলক্ষিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোঃ আবুল কাশেম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,শফিকুল ইসলাম ঠাকুর, এমপি পদপ্রার্থী, ময়মনসিংহ-৯ (নান্দাইল), মোঃ এরশাদ ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি, ময়মনসিংহ জেলা কমিটি, নজরুল ইসলাম, সভাপতি, নান্দাইল থানা কমিটি, মোঃ বাবুল মিয়া, সাধারণ সম্পাদক, নান্দাইল থানা কমিটি, আব্দুল কুদ্দুস, সভাপতি, ৮নং সিংরইল ইউনিয়ন কমিটি। সভায় সভাপতিত্ব করেন নান্দাইল থানা জাকের পার্টির সভাপতি নজরুল ইসলাম।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, জাকের পার্টি সবসময় জনগণের কল্যাণে কাজ করেছে এবং আগামী নির্বাচনেও দলটি জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য রাজনৈতিক সদিচ্ছা, ইসলামী মূল্যবোধ, এবং নৈতিক নেতৃত্বের প্রয়োজন রয়েছে, যা জাকের পার্টি বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে।
জনসভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় যা দিলালপুর ও আশপাশের এলাকা প্রদক্ষিণ করে। স্থানীয় এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালিটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরণের কর্মসূচির মাধ্যমে দলের কার্যক্রম আরও বেগবান করা হবে।