প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৫, ০২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

"আমরা অপচয় বন্ধ করব, অপ্রয়োজনীয় ভাবে ব্যয় করবো না, ব্যয় করবো দেশ ও জাতির কল্যাণে" -রংপুরে এটিএম আজহারুল ইসলাম 

মোঃ রিফায়ত ইতিয়াক হৃদয়ঃ

বাংলাদেশের সম্পদের অভাব নেই অভাব শুধু সৎ মানুষের, আগামীতে সৎ মানুষদের ক্ষমতায় আনতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবেকাজ করতে হবে।   এক্ষেত্রে ওয়ার্ড দায়িত্বশীলদের গুরুত্ব পূর্ণ ভূমিকা  পালন করতে হবে। 
বাংলাদেশ জামাত ইসলামী বদরগঞ্জ উপজেলা শাখা ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও  বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনিত রংপুর ২ বদরগঞ্জ ও তারাগঞ্জ  আসনের  প্রার্থী এটিএম আজহারুল ইসলাম।  

তিনি বলেন ৫৩ বছর এদেশ অসৎ নেতৃত্ব দ্বারা পরিচালিত হয়েছে তাই মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি, আগামীতে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সৎ যোগ্য আল্লাহ ভীরু  নেতৃত্বকে ক্ষমতায় আনতে হবে। 

এ টি এম আজহারুল ইসলাম বলেন জামায়াত ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন এনে বেকার সমস্যার সমাধান করা হবে ।
এটিএম আজহারুল ইসলাম বলেন  ‎একটি নেতৃত্ব  একটি সমাজ পরিবর্তন  করতে পারে।  নির্বাচনের জন্য  সবাইকে একসাথে  কাজ করতে হবে তাহলেই  নির্বাচনে জেতা সম্ভব। 
সকল মানুষের  খোঁজ  কবর নিতে হবে । 

আজহার বলেন, সকল মানুষের  রক্ত  লাল পার্থক্য হলো ইমান  ও আমলের।  যে কোনো  ধর্মের মানুষকে তার নিজ ধর্ম  স্বাধীন ভাবে পালন করতে দিতে হবে। 
তিনি বলেন ভোট কেন্দ্র  কেউ যেন দখলে নিতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। দেশে আওয়ামী লীগ এর নেতাকর্মীরা  পরিস্থিতি ঘোলাটে করে ভোট বানচালের  চক্রান্ত করছে । ভারত  সবসময়  বিভিন্ন রাজনৈতিক দলের উপর   ভর করে দেশ কে বিপদের মুখে ঠেলে দেয়ার চেষ্টা করছে। 

তিনি বলেন নির্বাচনে সকল ধর্মের মানুষের ভোটের মূল্য  এক। ব্যবসায়ীদের কাছ থেকে  কেউ বা কোনো দল যেন চাঁদা  নিতে না পারে  সেদিকে খেয়াল রাখতে হবে।  আমরা চাঁদাবাজ মুক্ত বদরগঞ্জ  তারাগঞ্জ গড়তে চাই।  

উক্ত দায়িত্বশীল সমাবেশ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বদরগঞ্জ উপজেলা নায়েবে আমির শাহ মুহাম্মদ রুস্তম আলী,  উপজেলা সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলাম,  বিষ্ণুপুর ইউনিয়ন সভাপতি কাজী আব্দুল মাবুদ, মাওলানা ফখরুল ইসলাম সহ উপজেলা জামাত নেতৃবৃন্দ। 

বদরগঞ্জ, রংপুর ।  
১১/১০/২৫

  • সর্বশেষ
  • জনপ্রিয়