.jpg)
তাহের তারেক:
সাভারে ১৪ টি পূজা মণ্ডব পরিদর্শন করলেন ও আর্থিক অনুদান দিলেন ঢাকা-১৯ এর সাবেক এমপি ও বিএনপি'র কেন্দ্রীয় সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। সোমবার ২৯ সেপ্টেম্বর, বিকেলে সাভার উপজেলাধীন বিরুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পূজা উপলক্ষে পূজা মন্ডপে গিয়ে হিন্দুদের সাথে দেখা করলেন, খোঁজখবর নিলেন, কৌশল বিনিময় করলেন, হিন্দু সম্প্রদায়ের সুখে দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন। এসময় তিনি বলেন, কেউ নাশকতার চেষ্টা করলে প্রশাসন ও বিএনপি নেতা কর্মীদের নিয়ে কঠোর হাতে দমন করা হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি আরো বলেন, সাভার ও আশুলিয়ায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালিত হচ্ছে কোন অপ্রতিকর ঘটনা হবে না, বর্তমান অন্তবর্তী কালীন সরকার হিন্দুদের সর্বাত্মক নিরাপত্তা দিয়েছে, কেউ হামলার চেষ্টা করলে পূজা মন্ডবে তাকে কঠোর হাতে দমন করা হবে বলেও জানান তিনি। এসময় তার সাথে সাভার ও আশুলিয়া বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।