প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৫, ০৮:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩১ দফার বাস্তবায়ন ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ধামরাইয়ে  বিএনপির মতবিনিময় সভা।। 

কার্তিক ঘোষ (স্টাফ রিপোর্টার) 

৩১ দফার বাস্তবায়ন ও জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে ঢাকার ধামরাইয়ে জাতীয়তাবাদী দল বিএনপি'র এক  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার বিকেল চারটায় সুতিপাড়া ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান ও ধামরাই উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রমিজুর রহমান চৌধুরী রোমা সভাপতিত্বে বাথুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে  বিএনপি'র এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

বিএনপিও অঙ্গসংগঠনের আয়োজিত এই মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ঢাকা -২০,ধামরাই আসনের জাতীয়তাবাদী দল বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ ইয়াসিন ফেরদৌস মুরাদ। 
প্রধান অতিথির বক্তব্যে ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, দেশব্যাপী  খুন,, হত্যা, লুটপাট ও নৈরাজ্য সৃষ্টির মহারানী খুনি হাসিনা বাংলাদেশকে হাজার বছর পেছনে ফেলেছে।ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে তিনি তার আসল ঠিকানা প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে গেছেন নিজের প্রাণ নিয়ে। সেদিন তিনি তার দলের নেতা কর্মীদের কথাও একবার ভাবেননি। দেশবাসীর কথা ভাবা তো দূরের কথা। ৫ আগস্ট না হলে আমরা  আজ ও কলঙ্কমুক্ত হতো না।তিনি দেশের গণতন্ত্রের ত্রুটি চেপে ধরে হত্যা করেছেন। সাধারণ মানুষের ভোটাধিকার ক্ষুন্ন  করেছেন। রাতের আঁধারে ভোট চুরি করে ক্ষমতা দখল করেছেন। সব কলঙ্ক মুছতে হলে জাতিকে ঐক্যবদ্ধ হয়ে  আগামীর রাষ্ট্রনায়ক  তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে  অবাধ সুন্দর সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন জাতি তথা বিশ্বকে উপহার দিতে হবে। সেজন্য আমাদের পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং যোগ্য প্রার্থীকে মনোনীত করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়