মোহাম্মদ সাজেদুল ইসলাম (বুলু),
উপজেলা প্রতিনিধি,গাংনী, মেহেরপুর।
মেহেরপুর জেলার গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ শফি কামাল (পলাশ) কে আটক করেছেন গাংনী থানা পুলিশ।
আজ (০৪-০৭-২০২৫) শুক্রবার জুম্মার নামাজ শেষে বাড়ি ফিরে দুপুরের খাবারের প্রস্তুতির সময় তার গাংনীর উত্তর পাড়ার( গাংনী পৌরসভা,৬ নং ওয়ার্ড) নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাণী ইসরাইল তথ্যটি নিশ্চিত করেছেন।
জেলা গোয়েন্দা শাখা ওসি গোপাল কর্মকার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২৪ সালের ৩০ শে জুলাই সন্ধ্যা নাগাদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আন্দোলনে শহীদ হওয়া ছাত্রদের আত্মার মাগফেরাত কামনায় গাংনী উপজেলা পরিষদ চত্বরে মোমবাতি প্রজ্জ্বলন করতে যান। এসময় ছাত্রলীগ,যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতারা অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের সাবেক সেনা সদস্য জুলফিকার আলীর ছেলে রেজানুল হক বাদী হয়ে মামলা করেন।
এতে ছাত্রলীগ নেতা তন্ময় ১ নম্বর, গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন দুই নম্বর, জীবন আকবর তিন নম্বর এবং অজ্ঞাতনামা আসামি হিসেবে মোট ৩৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
অজ্ঞাতনামা আসামি হিসেবে মোঃ শফিক কামাল (পলাশ)কে আজ দুপুরে গ্রেফতার করা হয়। মামলা নম্বর ১১। তাং ১৯-৮-২০২৪ ইং।