
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পার্টি বর্তমানে এক গুরুত্বপূর্ণ সময় পার করছে। দল পুনর্গঠন ও ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য অভিজ্ঞ, সৎ ও ত্যাগী নেতৃত্বের প্রয়োজনীয়তা এখন সময়ের দাবি। এ প্রেক্ষিতে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে জোরালো দাবি উঠেছে—জাতীয় পার্টির ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব, জাতীয় যুব সংহতির সাবেক কেন্দ্রীয় দুইবারের সভাপতি, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাবেক কেন্দ্রীয় সভাপতি, সাবেক দুইবারের সংসদ সদস্য এবং নারায়ণগঞ্জের কৃতি সন্তান জননেতা লিয়াকত হোসেন খোকা-কে জাতীয় পার্টির মহাসচিব হিসেবে মনোনীত করার।
দলের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতা-কর্মীরা মনে করেন, লিয়াকত হোসেন খোকা শুধু একজন দক্ষ সংগঠকই নন, বরং তিনি একজন জনবান্ধব, বিচক্ষণ এবং নির্ভরযোগ্য নেতৃত্বের প্রতীক। তিনি অতীতে দলীয় দায়িত্ব পালনকালে তার মেধা, শ্রম ও নিষ্ঠার মাধ্যমে সুস্পষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন। জাতীয় যুব সংহতি ও স্বেচ্ছাসেবক পার্টির নেতৃত্বে থেকে তিনি বারবার প্রমাণ করেছেন যে, দায়িত্ব পেলে তিনি জাতীয় পার্টিকে সুসংগঠিত করতে এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম।
জাতীয় পার্টির সম্মানিত চেয়ারম্যান জনাব গোলাম মোহাম্মদ কাদের-এর দৃষ্টি আকর্ষণ করে সকলেই একবাক্যে বলছেন—
> "এই ক্রান্তিলগ্নে দলের স্থিতিশীলতা ও অগ্রগতির স্বার্থে জননেতা লিয়াকত হোসেন খোকা-কে মহাসচিব হিসেবে মনোনীত করা সময়োচিত এবং প্রয়োজনীয় পদক্ষেপ হবে।"
দলীয় কর্মীদের বিশ্বাস, এই সিদ্ধান্ত দলকে আরও শক্তিশালী করবে এবং আগামী দিনের রাজনৈতিক পথচলায় জাতীয় পার্টিকে নতুন মাত্রা দেবে।