
রবিউল ইসলাম সাজু, বগুড়া
বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়ন বিএনপির সহ- সভাপতি এখলাস মন্ডল ও তার বাহিনীর সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে এলাকাবাসী সোমবার দুপুরে বগুড়ার সাতমাথায় মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে এলাকাবাসী বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে । শাখারিয়া ইউনিয়নের চালিতাবাড়ী গ্রামের বিক্ষুদ্ধ এলাকাবাসী এখলাস মন্ডল কে সন্ত্রাসী চাঁদাবাজ মামলাবাজ উল্লেখ করে অবিলম্বে তাকে গ্রেফতারের দাবী জানান।
মানববন্ধনে বক্তারা বলেন বিএনপির সহ -সভাপতি এখলাস মন্ডল বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় প্রতিনিয়ত প্রকাশ্যে অস্ত্র নিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ এবং অসহায় মানুষদের হত্যার হুমকি, মামলার ভয় দেখিয়ে চাঁদা দাবী করছে। আর এতে তাকে সহযোগিতা করছেন সন্ত্রাসী ভাতিজা সাগর, স্বপন, সোহেল, শিমুল, জয়, জিলহজ্জ, গালকাটা শিহাব।
এলাকাবাসী জানান, গত রবিবার এলাকায় মানব বন্ধন করা হলে এখলাস বাহিনীর সন্ত্রাসীরা রাতে মোটরসাইকেল নিয়ে তাদেরকে হুমকি ধামকি দেয়। মানববন্ধনে বক্তারা বলেন, এখলাস বাহিনীর বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ করা হলেও প্রশাসন এ বিষয়ে নীরব ভুমিকা পালন করছে। এমনকি কোনো মামলা পর্যন্ত নেওয়া হচ্ছেনা। ফলে তারা আরও বেপরোয়া হয়ে উঠছে। তারা দ্রুত সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি জোর দাবী জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন নির্যাতনের শিকার আবু বক্কর সিদ্দিক, আমিনুর ইসলাম, জাফর ইসলাম, আনার ইসলাম, মানিক মিয়া, রবিউল ইসলাম, লিলু মিয়া, গোলাম মোস্তফা মোস্তা, মুক্তার হোসেন, ইমন ইসলাম, শফিকুল ইসলাম, রাইসা ইয়াসমিন প্রমুখ।