প্রকাশিত : ১৭ জুন, ২০২৫, ০৪:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনের পরিবেশ সৃষ্টি না হলে কোন নির্বাচন নয়” —পটুয়াখালীতে ভিপি নূর।

জাহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি, পটুয়াখালীঃ

গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূর বলেছেন, বিএনপি যে নির্বাচন চায় একমাত্র বিএনপি ব্যাতিত আর কোন দল জোড়ালো অবস্থানে নাই, কেন‌ তারা হয়ত এই আলামত এর আগে পাইছে। এলাকায় থাকতে পারছি না উৎপাতে আমি এলাকায় এসে টের পাইছি।


সোমবার সন্ধ্যায় পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভিপি নূর বলেন, ড. ইউনুস সাহেবের এর সামনে জোরালোভাবে নির্বাচনের পক্ষে যে বক্তব্য দিয়েছিলাম এবার ইউনুস সাহেবের সামনে গিয়ে, জাতীয় ঐক্যমতে মিটিংএ গিয়ে  ক্ষমা চাইতে হবে। স্যার, নির্বাচন আপনি যখন মনে করবেন উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে, দেশে অন্যান্য দল যখন মনে করবে, লেবেল প্লেয়িং ফিল্ড হয়েছে, সবাই নির্বিঘ্নে সভা সমাবেশ করতে পারবে, এলাকায় থাকতে পারবে, হুমকি ধামকি থাকবে না, রাজনীতির সেই আগেরকার প্রভাব বিস্তারের সংস্কৃতি বন্ধ হবে তখনই নির্বাচনের রোড ম্যাপ দিতে হবে। এর আগে নির্বাচনের জন্য চিল্লাইছি এলাকায় আসি নাই, তো সেজন্য বলেছি, টেরপাই নাই যে এরকম এলাকায় কেয়ামত শুরু হয়ে গেছে। নির্বাচনের পরিবেশ সৃষ্টি না হলে কোন নির্বাচন নয়।
সমাবেশ থেকে গনঅধিকার পরিষদ থেকে পটুয়াখালী-১ আসনের আগামী সংসদ নির্বাচনে কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম কে ট্রাক প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
সমাবেশে জেলা গণঅধিকার পরিষদের সভাপতি নজরুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক শাহ আলম সরদারসহ অন্যান্য জেলা ও উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়