প্রকাশিত : ১৬ জুন, ২০২৫, ০৮:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুর সদর উপজেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির আনন্দ মিছিল

মিলন শেখ :

সদর উপজেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির আনন্দ মিছিল ও ফুলেল শুভেচ্ছা বিনিময়। 

গাজীপুর সদর উপজেলা বিএনপি'র নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক আবু তাহের মুসুল্লী ও  সদস্য সচিব আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক এর নেতৃত্বে একটি আনন্দ মিছিল ভাওয়াল মির্জাপুরের বিভিন্ন রাস্তা অতিক্রম করে এম এস শপিং কমপ্লেক্স সংলগ্ন মাঠে সংক্ষিপ্ত আলোচনা  ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সমাপ্ত হয় আহ্বায়ক কমিটির আনন্দ মিছিল। 

১৬ জুন বাদ মাগরিব ভাওয়াল মির্জাপুরে সংক্ষিপ্ত আলোচনায় সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপি'র নবগঠিত আহ্বায়ক আবু তাহের মুসুল্লী বলেন, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সকল সিনিয়র নেতৃবৃন্দের নির্দেশক্রমে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসেবে আমরা, সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করব ইনশাআল্লাহ্। 
এসময় সদর উপজেলা বিএনপি'র নবগঠিত আহ্বায়ক কমিটি'র  সদস্য সচিব আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, কেন্দ্রীয় বিএনপি ও জেলা বিএনপি'র সকল নির্দেশ মেনে, ঐক্যবদ্ধ হয়ে, দলীয় শৃঙ্খলা মেনে, আমরা  আপনাদের সহযোগিতা নিয়ে সদর উপজেলা কমিটির সকল কার্যক্রম করবো ইনশাআল্লাহ্। 
গাজীপুর ৩ আসনের বিএনপি'র  মনোনয়ন প্রত্যাশী  অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের জন্য দোয়া চাই।
এসময় আনন্দ মিছিলে আরও উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন রিজভী, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, ফজলুল হক মুসুল্লী, অ্যাডঃ সুলাইমান মোল্লা, ইসলামুদ্দীন, এমদাদুল হক মুসুল্লী, আব্দুল বাতেন বিএসসি,  শহিদ কাজী, জসিমউদ্দীন,  জাহাঙ্গীর আলম,  আজিজুল ইসলাম,  মোফাজ্জল হোসেন প্রধান, আবুল বাশার, কামরুল হাসান,  আল মামুন সরকার, সৈয়দ করিম, সাদ্দাম হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়