
মোঃ মনিরুজ্জামান,
কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি, গাজীপুরঃ
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার গর্ব, বিএনপির ক্লিন ইমেজধারী নেতা জনাব মনিরুজ্জামান খান লাবলু, রাজপথের আপসহীন এক সৈনিক হিসেবে দীর্ঘদিন ধরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে সাহসী ভূমিকা রেখে চলেছেন। তাঁর ত্যাগ, সততা ও রাজনৈতিক প্রজ্ঞা তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত সকল মহলে প্রশংসিত হয়েছে।
বর্তমানে তিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জামালপুর আর এম বিদ্যাপীঠ ম্যানেজিং কমিটিতে। অতীতে ছিলেন জামালপুর ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি এবং গাজীপুর জেলা ছাত্রদল ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
লাবলুর রাজনৈতিক জীবন শুরু থেকেই ছিল আদর্শনিষ্ঠ ও সাহসী। রাজনৈতিক সহনশীলতা, আদর্শিক দৃঢ়তা এবং জনসংযোগে তাঁর দক্ষতা তাঁকে কালীগঞ্জ বিএনপির একজন বলিষ্ঠ কণ্ঠে পরিণত করেছে। তিনি কখনও ব্যক্তিস্বার্থে রাজনীতি করেননি; বরং জনগণের অধিকার আদায়ে বারবার রাজপথে নেমেছেন নির্ভীকভাবে।
আজকের রাজনৈতিক বাস্তবতায়, যখন দল ও জাতি একটি কঠিন সময় পার করছে, তখন এমন ক্লিন ইমেজধারী নেতৃত্বই পারে বিএনপিকে সুসংগঠিত করতে এবং গণআন্দোলনে নতুন গতি আনতে। লাবলুর মতো নিবেদিতপ্রাণ নেতা শুধু কালীগঞ্জ নয়, গোটা গাজীপুর জেলা এবং দেশের রাজনীতির মাঠে একটি প্রেরণার নাম।