প্রকাশিত : ১৫ জুন, ২০২৫, ০৪:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে সাদ হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার।

কার্তিক ঘোষ (স্টাফ রিপোর্টার) 

ঢাকার ধামরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র- জনতার আন্দোলনে ধামরাইয়ের কলেজ ছাত্র সাদ হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী আওয়ামী লীগের নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম সামসুদ্দিন মিন্টুকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ। 

শুক্রবার (১৩জুন) রাত ৯টার দিকে সাভার থানা রোডের একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। আবুল কালাম সামসুদ্দিন মিন্টু ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও রোয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সাদ হত্যা মামলার ৫৬নং আসামী তিনি।

আবুল কালাম সামসুদ্দিন মিন্টু ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের খড়ারচর এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে সাভার এলাকায় আত্মগোপনে ছিলেন।

ধামরাই থানা পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত সাদের নানার দায়ের করা মামলার এজাহার ভুক্ত আসামী আওয়ামী লীগের নেতা ও সাবেক চেয়ারম্যান আবুল কালাম সামসুদ্দিন মিন্টু মামলা হওয়ার পর থেকেই আত্মগোপনে ছিল। ১৩জুন শুক্রবার রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে সাভার থানা পুলিশের সহায়তাই সাভার থানা রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন পুলিশ। পরে তাকে ধামরাই থানায় নিয়ে আসা হয়।

এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, বৈষম্যবিরোধী ছাত্র- জনতার আন্দোলনে সাদ হত্যার এজাভুক্ত আসামী আবুল কালাম সামসুদ্দিন মিন্টু মামলা হওয়ার পর থেকে আত্মগোপনে ছিল।  তথ্য প্রযুক্তি ব্যবহার করে গোপন সংবাদের ভিত্তিতে সাভার থানা পুলিশের সহায়তাই সাভার থানা রোডের একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার(১৪জুন) সকালে তাকে ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংযুক্তঃ আবুল কালাম সামসুদ্দিন মিন্টুর ছবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়