প্রকাশিত : ১৩ জুন, ২০২৫, ০৭:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরের হোতাপাড়ায় জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মিলন শেখঃ 

গাজীপুর সদর উপজেলার হোতাপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ জুন) বিকেলে হোতাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ভাওয়ালগড় ইউনিয়ন জামায়াতে ইসলামের আমির ইঞ্জিনিয়ার সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতের আমির ও গাজীপুর-০৩ আসনের (শ্রীপুর ও গাজীপুর সদর) সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মো. জাহাঙ্গীর আলম।

ভাওয়ালগড় ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলার শিক্ষা সচিব মোহাম্মদ উল্লাহ এবং গাজীপুর সদর উপজেলার নায়েবে আমির প্রফেসর আব্দুল বারী।

এছাড়াও উপস্থিত ছিলেন ভাওয়ালগড় ইউনিয়ন জামায়াতের সমাজকল্যাণ বিভাগের সভাপতি নজরুল ইসলাম, যুব বিভাগের সভাপতি মোফাজ্জল হোসেন, ভাওয়ালগড় ইউনিয়ন জামায়াতের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. সিদ্দিকুর রহমান আকন্দ এবং ২ নম্বর ওয়ার্ডের সভাপতি আজিজুল হক।

অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষ্যণীয়। অনুষ্ঠানে ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ব ও সাংগঠনিক গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়