
মোঃ ফেরদৌস হোসেন, উপজেলা প্রতিনিধি বদলগাছী, নওগাঁ।
বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় জামায়াতে ইসলামী উপজেলা শাখার দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামি ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ও ৪৮ নওগাঁ-৩, মহাদেবপুর-বদলগাছী আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা মো. মাহফুজুর রহমান বলেন, বিগত সরকারের আমলে দেশব্যাপী জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা অমানবিক জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। তারা বিচারের নামে ফাঁসিতে ঝুলিয়েছে দেশবরেণ্য আলেম-ওলামাদের। স্বাধীনতা, তথ্যের প্রবাহ ও সমাজের ন্যায়বিচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ গণমাধ্যম। সেই গণমাধ্যমকেও বিগত সময়ে জালিম সরকার সত্য প্রকাশে বাধা প্রদান করেছিল।
তিনি আরও বলেন, ‘আমরা মুক্ত গণমাধ্যমে বিশ্বাসী। আমরা চাই, গণমাধ্যমকর্মীরা অবরুদ্ধ অবস্থায় থেকে বেরিয়ে স্বাধীন সাংবাদিকতা করুক। সাংবাদিকরা সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলে তাঁদের লেখনীর মাধ্যমে তুলে ধরবেন এটাই আমাদের কাম্য।
দেশের ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর জানিয়ে প্রধান অতিথি আরও বলেন, মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের ভিশন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বদলগাছী উপজেলা জামায়াতের আমির মাওলানা ইয়াসিন আলী'র সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আহসান হাবিব এর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামি নওগাঁ জেলা জামায়াত বাইতুল মাল সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম,জামায়াত নেতা মোঃ ফজলুলহক বাচ্চু ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ নওগাঁ জেলার সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।