প্রকাশিত : ১১ জুন, ২০২৫, ১০:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রামনগর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড বিএনপি কর্তৃক ঈদ পূনমিলনী অনুষ্ঠিত 

মোঃ জিয়া উদ্দিন, দাগনভূঞা প্রতিনিধি 

পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ উদযাপন শেষে দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক ঈদ পূণমিলনি ও আলোচনা সভার আয়োজন করেছে দলীয় নেতাকর্মীদের সাথে। মঙ্গলবার বিকাল ৫:০০ ঘটিকায় মনোরম এবং প্রাণবন্ত পরিবেশে মিনাগাজী ভূঞা বাড়ী মাদ্রাসা সংলগ্ন স্হানে এই ঈদ পূণমিলনী অনুষ্ঠিত হয়েছে। অত্র ওয়ার্ড বিএনপি নেতা মোঃ ইয়াসিন এর সন্ঞ্চালনায় আবদুর রহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য প্রদান করেন অত্র ওয়ার্ডের বিএনপি নেতা জামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য প্রদান করেন,অত্র ওয়ার্ড বিএনপি নেতা আবদুল কাদের  মাসুদ,ইউনিয়ন যুবদল নেতা এমরান হোসেন।এসময় তিনি তার বক্তব্যে অতীতের রাজনৈতিক সংগ্রামের অনেক  স্মৃতিচারন করে বলেন আমরা বিগত আওয়ামীলীগ শাসনানলে অবর্ণনীয় নির্যাতন সহ্য করেছি শুধু দলের প্রতি প্রকৃত ভালোবাসা থাকার কারনে। এছাড়াও বক্তব্য প্রদান করেন বিএনপির একনিষ্ঠ ভক্ত, সাবেক নির্যাতিত ছাত্রনেতা পাভেল রহমান,ফেনী জেলা যুবদল নেতা মানিকসহ প্রমুখ।   অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জ্বালাময়ী বক্তব্য প্রদান করেন দাগনভূঞা  উপজেলা ছাত্রদলের  সাবেক সহসভাপতি  নাছির উদ্দিন ভূঁইয়া। তিনি বলেন,সকল মতভেদ ভুলে আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে বিএনপি কে রাষ্ট্রীয় ক্ষমতায় আসিন করার জন্য আমাদের সকল কে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

প্রধান অতিথির বক্তব্য  শেষে দীর্ঘক্ষন একে অপরের আলাপচারিতার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়