প্রকাশিত : ১১ জুন, ২০২৫, ১০:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিসেম্বরে মধ্যেই নির্বাচন দিতে হবে: নুরুল হক নূর

জাহাঙ্গীর হোসাইন টুটু:

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, "জনআকাঙ্ক্ষা ও রাজনৈতিক দলের প্রত্যাশা অনুযায়ী আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত।"

বুধবার দুপুর সাড়ে ১২টায় গলাচিপা অফিসার্স ক্লাবে ছাত্র অধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নূর বলেন, “আমরাও চাই আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যেই নির্বাচন হোক। এই সময়টাই নির্বাচনের জন্য উপযুক্ত। তবে কেবলমাত্র মৌলিক সংস্কার নয়, প্রয়োজনীয় সব ধরনের সংস্কার নিশ্চিত করেই নির্বাচন দিতে হবে।”

তিনি আরও বলেন, “জাতীয় ঐকমত্যের আলোচনায়ও আমি বলেছি—জনগণের আকাঙ্ক্ষা ও রাজনৈতিক দলগুলোর সম্মিলিত প্রত্যাশা অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত।”

সভায় সভাপতিত্ব করেন ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত সভাপতি আরিফ বিল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সদস্য সচিব জাকির হাসান মুন্সী, পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মহিবুল্লাহ এনিম, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবু নাঈম, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাহতাব ইসলাম এবং জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মহসিন ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নুর বলেন, “২০১৮ সালের মতো আর প্রহসনের নির্বাচন হতে দেওয়া যাবে না। সেই সময় আদালন বসেনি, রাজপথে তরুণদের তাজা রক্ত ঝরেছে। এসবের মধ্য দিয়েই ২৪ জুলাইয়ের আন্দোলনের জন্ম হয়েছে। তাই এবারও ছাত্রদের নিয়েই সুদূরপ্রসারী রাষ্ট্র গঠনের পথে এগোতে হবে।”

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা কোনো দলের লেজুড়বৃত্তিক আচরণ না করে দেশের নাগরিকদের সেবা দিন। তা না হলে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হবে আপনাদের পদত্যাগের দাবিতে অফিস ঘেরাও করতে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়