প্রকাশিত : ১১ জুন, ২০২৫, ১১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশুলিয়ায় শ্রমিক দল নেতা কবির খানের জানাজা সম্পন্ন

মোঃ রবিউল ইসলাম রবি, স্টাফ রিপোর্টার

আশুলিয়ায় শ্রমিক দল নেতা কবির খানের জানাজা সম্পন্ন।সোমবার ০৯ ই জুন বিকাল ৪টায়,গাজীরচট স্কুল মাঠ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন-আলহাজ্ব আঃ গফুর মিয়া,(সাধারণ সম্পাদক)আশুলিয়া থানা বিএনপি।মোঃ নজরুল ইসলাম, (সহ-সভাপতি)আশুলিয়া থানা বিএনপি।আলহাজ্ব মোখলেছুর রহমান খান,(সভাপতি)ধামসোনা ইউনিয়ন বিএনপি।মোঃ জাকির হোসেন(সভাপতি)ঢাকা জেলা তাঁতীদল।মোঃ সিদ্দিকুর রহমান(যুগ্ম আহবায়ক)আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দল।হাজী মোঃ আবুল কাশেম (সাংগঠনিক সম্পাদক)আশুলিয়া থানা বিএনপি।মোঃ সামছুল হক শামীম(সভাপতি)আশুলিয়া থানা তাঁতীদল।
মোঃ জয়নাল আবেদিন(সভাপতি)ধামসোনা ইউনিয়ন শ্রমিক দল।মোঃ বাবুল হোসেন(সভাপতি)ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল।আবুল হোসাইন মুন্সি, সাবেক যুগ্ম সম্পাদক, ঢাকা জেলা ছাত্রদল।মাসুদুর রহমান দেওয়ান(সিনিয়র যুগ্ম আহবায়ক)ঢাকা জেলা ওলামা দল।জাহাঙ্গীর আলম মন্ডল (যুগ্ম সম্পাদক)ঢাকা জেলা যুবদল।মোঃ মাহে আলম, যুগ্ম সম্পাদক ধামসোনা ইউনিয়ন শ্রমিক দল।ওসমান গণি, সাবেক ছাত্রনেতা ঢাকা জেলা। রাজীব ভুঁইয়া, যুবদল নেতা আশুলিয়া থানা।মোঃ আঃ লতিফ,যুগ্ন সম্পাদক ৭ নং ওয়ার্ড ধামসোনা ইউনিয়ন বিএনপি।এছাড়াও ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ জানাজায় উপস্থিত হন,আশুলিয়া থানা বিএনপি ও বি এনপি র অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও আমজনতা।জানাজায় আগত নেতাকর্মীরা রাজনৈতিক সহকর্মী কবির খানের অকালমৃত্যুতে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ধামসোনা ইউনিয়ন বি এনপির সাধারণ সম্পাদক ডাঃ আসাদুল্লাহ আহমেদ দুলাল বলেন- বি এনপির ক্লিন নেতা সক্রিয় সদস্য মরহুম কবির খান,পিতা আইয়ুব আলী খান,অল্প বয়সেই দলীয় রাজনীতিতে সক্রিয় হয়ে শ্রমিক দলের একজন নিবেদিতপ্রাণ ছিলো।তার এই অকালমৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।

তাঁর মৃত্যুর কারণ ছিল মর্মান্তিক — ব্রেইন হেমারেজ ও সড়ক দুর্ঘটনা। বি এনপির একজন নিবেদিতকর্মীর চিরবিদায় মেনে নিতে পারছেনা অনেকেই। তার এই অকালমৃত্যুতে এলাকাতেও নেমে এসেছে শোকের ছায়া।
জানাজা শেষে কবির খান এর মৃতদেহ নেয়া হয় তার গ্রামের বাড়ি টাংগাইলে। সেখানে তার দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার সমাধি হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়