এবাদুল হোসেন
চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা মো. আবির সানি (২৪)-কে আটক করেছে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
শনিবার (৭ জুন) রাত সাড়ে আটটার দিকে বাকলিয়া থানার ইছাকেরপুল এলাকায় নিষিদ্ধ সংগঠনের কর্মীদের নিয়ে মিছিল করার সময় তাকে আটক করা হয়। বিএনপি ও ছাত্রজনতার নেতাকর্মীরা অভিযোগ করেন, আবির সানি ও তার সহযোগীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা চালায় এবং লাঠিসোটা নিয়ে সাধারণ মানুষকে আক্রমণ করে।
গ্রেফতারকৃত আবির সানি বাকলিয়া থানার নিরমল গলির বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি চাঁদাবাজি, মারধর ও অস্ত্রের ব্যবহারসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।
বাকলিয়া থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন বলেন, ‘‘আবির সানিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’’
এদিকে, এলাকাবাসী অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা বারবার অস্ত্রের ব্যবহার ও হামলার ঘটনায় জড়িত থাকলেও তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়ায় অপরাধ প্রবণতা বাড়ছে। তারা আশঙ্কা প্রকাশ করেন, এমন অব্যবস্থাপনা চলতে থাকলে ভবিষ্যতে আরও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
স্থানীয়রা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন এবং আইনের শাসন নিশ্চিত করার দাবি জানিয়েছেন।