রবিউল ইসলাম সাজু, বগুড়া
বগুড়া-৪ (কাহালু - নন্দীগ্রাম) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাহালু উপজেলা পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান প্রবীণ রাজনীতিবিদ অধ্যক্ষ মাওঃ তায়েব আলীর (৮২) দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২ জুন) মালঞ্চা উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাযা নামাজ শেষে উপজেলার গুরুবিশা গ্রামে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। তাঁর জানাযায় শরিক হন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী মাওঃ রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ সাহাবুদ্দিন, জামায়াত নেতা আব্দুর রহিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ- সভাপতি গোলাম রব্বানী, বগুড়া জেলা আমীর আব্দুল হক সরকার,সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান, শহর আমীর আবিদুর রহমান সোহেল, সেক্রেটারি আ,স,ম আব্দুল মালেক,বগুড়া-৫ আসনের জামায়াতের নমিনী আলহাজ্ব দবিদুর রহমান, বগুড়া -২ আসনের নমিনী সাবেক এমপি শাহাদাতুজ্জামান,বগুড়া -৩ আসনের নমিনী নুর মোহাম্মদ আবুতাহের, বিএনপির বগুড়া জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য যে, গত শনিবার (৩১ মে) সকালে অধ্যক্ষ মাওঃ তায়েব আলী নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১ জুন) সকাল ৮ টায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি দুই ছেলে এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেলেন।