মোঃ কাজল
স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে গাজীপুর জেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর জেলা যুবদলের আহব্বায়ক আতাউর হোসেন মোল্লাহ্, ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার ব্যাপারী, জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ইয়াছির আকরাম পলাশ, শ্রীপুর থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সারোয়ার শেখ, গাজীপুর সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ এমারত হোসেন মুসুল্লি, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়কআশরাফুল আলম সিকদার, সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সোমবার ২ জুন গাজীপুর রেল স্টেশন প্লাটফর্মে আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর হোসন মোল্লাহ্ , সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আনোয়ার হোসেন ব্যাপারী।
বক্তারা শহীদ জিয়ার রাষ্ট্রনায়কসুলভ নেতৃত্ব, সংকটে সাহসী ভূমিকা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কথা তুলে ধরে বলেন, “তার আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে আজকের প্রজন্মকে ঐক্যবদ্ধ হতে হবে।”
আলোচনার পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।