তাহের তারেক
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা,স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে সাভারস্থ দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শহীদ জিয়া জাতীয়তাবাদী সামাজিক সংগঠনের উদ্যোগে সাভার বাজার বাসষ্ট্যান্ডে জাতীয় মাশরুম সেন্টার সংলগ্ন এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শহীদ জিয়া জাতীয়তাবাদী সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল করিম মিন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী লায়ন মো. খোরশেদ আলম।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে খোরশেদ আলম বলেন,সাভারের মাটি বিএনপির ঘাটি,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘাটি,দেশ নেত্রী খালেদা জিয়ার ঘাটি,তারেক রহমানের ঘাটি। তাই জীবন থাকতে কোন অপশক্তির কাছে আমরা মাথা নত করবোনা।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন,শহীদ জিয়া জাতীয়তাবাদী সামাজিক সংগঠনের প্রধান উপদেষ্টা এ্যাড : মোহাম্মদ কামাল হোসেন।
এসময় দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন,পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক,২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার মো. উজ্জ্বল,৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোশারফ হোসেন মোল্লা,৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইউনুছ খানসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনাসদস্যের হাতে শহীদ হন রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান। মাত্র ৪৫ বছর বয়সে জাতিকে অভিভাবকহীন করে তিনি চিরবিদায় নেন।
সেই থেকেই বিএনপি দিনটিকে শহীদ জিয়ার শাহাদাৎবার্ষিকী হিসেবে পালন করে আসছে।
চলতি বছর বিএনপি দেশব্যাপী ৮ দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করছে। বিগত প্রায় ১৬ বছর নানা বাধা-বিপত্তি ও রাজনৈতিক দমন-পীড়নের মধ্যেও বিএনপি এই দিনটি পালন করে এসেছে। তবে দলের সাড়ে ১৫ বছরের টানা আন্দোলনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন ঘটে এবং শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় এবার দীর্ঘদিন পর রাষ্ট্রীয় মর্যাদায় ও বৃহৎ পরিসরে শহীদ জিয়ার শাহাদাৎবার্ষিকী পালিত হয়।