প্রকাশিত : ৩১ মে, ২০২৫, ০৭:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুর সরকারি কলেজে ভর্তি পরীক্ষার্থীদের ফুল দিয়ে স্বাগত জানালো কলেজ ছাত্রদল

এফ এম সিফাত হাসান,শেরপুর প্রতিনিধিঃ

শেরপুর জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ শেরপুর সরকারি কলেজে অনার্স ১ম বর্ষ ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানায় শেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদল।

৩১ মে  (শনিবার) সকালে শেরপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও কলেজ ছাত্রদলের আহবায়ক জাকির হোসেনের  নেতৃত্বে এবং কলেজ ছাত্রদলের পক্ষ থেকে পরীক্ষার্থীদের সহযোগিতায় হেল্প ডেস্ক স্থাপন করা হয়। সেখান থেকে তাদের এডমিট কার্ড সংগ্রহ, পরীক্ষার হল রুম খুঁজে দেওয়া সহ নানা প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হয়।

এছাড়া পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিশুদ্ধ পানী ও খাবারের ব্যবস্থা পাশাপাশি যানজট নিরসনে জন্য কাজ করেন কলেজ ছাত্রদল।

এই কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক শারদুল ইসলাম মুরাদ, যুগ্ম আহবায়ক আজিজ মিয়া, নুরুল হুদা, জেলা ছাত্রদলের সাবেক নাট্যবিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিনাল এবং কলেজ ছাত্রদল নেতা নয়ন, রাব্বি, স্বাধীন, রুমু ও সিহাব সহ কলেজ ছাত্র দলের প্রায় শতাধিক কর্মী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়