মোঃ হাফিজুর রহমান, গাজীপুরঃ
গাজীপুর জেলা আইনজীবী সমিতির (২০২৫-২০২৬) নির্বাচনে ১৬টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৫ টি গুরুত্বপূর্ণ পদে জামায়াত সমর্থিত সবুজ প্যানেল বিজয়ী হয়েছেন।
জামায়াত সমর্থিত সবুজ প্যানেল থেকে বিজয়ীরা হলেন—সভাপতি আলহাজ্ব মোঃ শামসুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান কামাল, সহ-সাধারণ সম্পাদক: মুহাম্মদ ফখরুদ্দীন আকবরী (ফখরু), সদস্য আব্দুর রহিম, মাহদী হাসান।
অন্যদিকে, বিএনপি সমর্থিত প্যানেল সহ-সভাপতি ও কোষাধ্যক্ষসহ ১১টি পদে জয়লাভ করেছে। তাদের মধ্যে নির্বাচিত হয়েছেন—সহ-সভাপতি: আব্দুল হামিদ, কোষাধ্যক্ষ: মোঃ আবুল কালাম আজাদ, লাইব্রেরি সম্পাদক: মোঃ কামরুল হাসান রাসেল, অডিটর: রবিউল আলম,
সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক: মোঃ সালাহ্ উদ্দিন খান অপু, মহিলা সম্পাদিকা: আজিজা আক্তার,
সদস্য: মোঃ আসিফ রায়হান কাউসার, আশিকুর রহমান, কামরুল হাসান, ফাতেমা খান, আলহাজ্ব মোঃ শ্যামল সরকার।
নির্বাচনের এ ফলাফল গাজীপুর আইন অঙ্গনে দুই দলের মধ্যে শক্তিশালী অবস্থানের প্রতিচ্ছবি বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।