মোঃ রুবেল হোসেন, দিনাজপুর প্রতিনিধি।
টাকা খাওয়ার জন্য একটি চক্র মামলা ব্যবসা শুরু করেছে"—এমন অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “এভাবে মামলা ব্যবসা চলতে দেওয়া যাবে না। নিরপরাধ মানুষের ওপর জুলুম বরদাশত করা হবে না।”
বুধবার (২৮ মে) দিনাজপুর সফরের দ্বিতীয় দিনে বিরল উপজেলার টেম্পুস্ট্যান্ডে এক পথসভায় বক্তব্য রাখেন তিনি।
সারজিস আলম বলেন, “নির্বাচনে বিবেক দিয়ে ভোট দিতে হবে। টাকা ও সুবিধার লোভে বিবেক বিক্রি করে বড় দল বা মার্কা দেখে নেতা নির্বাচন করা যাবে না। পরিবর্তনের জন্য প্রয়োজন সত্যিকারের বিবেকবান ও সৎ নেতৃত্ব।”
তিনি আরও বলেন, “আগামী বাংলাদেশে চাঁদাবাজদের কোনো স্থান থাকবে না। তারা যেই দলেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। একইসঙ্গে মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধেও আমরা সোচ্চার হব।”
এদিন তিনি বিরল উপজেলা এনসিপি অফিস উদ্বোধন করেন এবং পরে কাহারোলের উদ্দেশ্যে রওনা হন। সফরের অংশ হিসেবে দিনাজপুর জেলার সাতটি উপজেলার পথসভায় অংশ নিবেন সারজিস আলম।