প্রকাশিত : ২০ মে, ২০২৫, ০৫:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারুণ্যের সমাবেশ ঘিরে দুর্গাপুরে যুবদলের প্রস্তুতি সভা 

মোঃ রাকিবুল ইসলাম 
রাজশাহী জেলা প্রতিনিধিঃ  

আগামী ২৪ মে "তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ" সফল করার লক্ষ্যে রাজশাহীর দুর্গাপুরে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (২০ মে) বেলা সাড়ে ১১টার দিকে  দুর্গাপুর ডিগ্রী কলেজ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো:  শফিকুল ইসলাম আজম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন  উপজেলা যুবদলের সাবেক আহবায়ক চয়েন উদ্দিন।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা যুবদলের আহবায়ক মাকসুদুর রহমান স্বজল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফায়সাল সরকার ডিকো, যুগ্ম  আহবায়ক, শাহনেওয়াজ খুরশেদ রিজভী ও অরণ্য কুসুম। এসময় আরো উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা যুবদলের সদস্য মাসুদ রানা, মাহবুবুর রহমান, খোদা বক্স, রেন্টু, মিনহাজ,সোহেল রানা শহিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন,  উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মাইনুল হক, উপজেলা যুবদলের  সাবেক সভাপতি নাহিদুল হক, পৌর যুবদলের সাবেক সভাপতি আরমান, সাবেক, সা. সম্পাদক মিজানুর রহমান, উপজেলা যুবদলের সাবেক  সা: সম্পাদক সুজন, যুগ্ম আহবায়ক গোলামী সরকার, যুগ্ম সম্পাদক মজনুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমন আহমেদ সুমন, পৌর আহবায়ক আলামিন, সদস্য সচিব এসএম সাকিব হাসান, ও যুবদল নেতা রাকিবুল ইসলাম প্রমুখে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়