দীপঙ্কর দেবনাথ দশমিনা প্রতিনিধি পটুয়াখালী
পটুয়াখালী জেলাধীন দশমিনা থানার লেখক ও সাংবাদিক দীপঙ্কর দেবনাথ এর ছোট বোন সীমা দেবনাথ এর একমাত্র মেয়ের শুভ জন্মদিন আজ।সে পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। মেধা-মননের চিন্তাভাবনায় ভবিষ্যতে একজন দেশ সেবক হতে চায়। আশীর্বাদ রইল ভাগনীর প্রতি তার মামার।প্রতিবছর অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ জন্মদিন পালন করে আসছে এই পরিবার ।পটুয়াখালী সবুজবাগে অনুষ্ঠিত হয় ।কিন্তু দুঃখের বিষয় এই পরিস্থিতির কারণে সেটা সম্ভব হয়ে ওঠেনি ।পৃথিবীর মানুষগুলো বড় আজ। এই অসহায়ত্মের. মাঝে অনুষ্ঠান বড় করে অনুষ্কঠান. করাটা একটা বোকামি মাত্র ।এক্ষেত্রে তাদেরকে জ্ঞানের পরিচায়ক বলে মনে হবে। কেননা ঘরোয়া পরিবেশে নিজেদের হাতে তৈরি করা কেক দিয়ে শুভ জন্মদিন অনুষ্ঠান পালন করেছে ।যদিও আত্মীয়-স্বজন প্রতিবেশীদের ডাকা হয়নি কেননা জড়ো করে অনুষ্ঠান এটা খুবই খারাপ এবং সেটা দেশের সব ছেলেমেয়েদের জন্য ।প্রত্যেকে যেন এভাবে নিজেদের ঘরে এ করোনা পরিস্থিতির মাঝে হালকা মেজাজে নিজের হাতে জীবাণুমুক্ত ভাবে কেক তৈরি করে শুভ জন্মদিন পালন করে এটা এই পরিবারের আশা। সেক্ষেত্রে এটা দেশ জাতি তথা পৃথিবীর জন্য শুভকর হবে । পরিশেষে শুভ জন্মদিনে মামাবাড়ির পক্ষ থেকে অনেক আশীর্বাদ তাদের পরিবার সহ সবাইকে। তার ছোট ভাই কৃষ্নেন্দু দেবনাথ গোপালকে কেক খাওয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ । সেক্ষেত্রে তার বাবা আশিবা'দ প্রাথী' হয়। বাবা পটুয়াখালীর একজন বিশিষ্ট ব্যাবসায়ী।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যাবস্থাপনা সম্পাদক
আল মামুন
01868974512
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com , thana.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital