গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত অনলাইন নিবন্ধন নাম্বার ৬৮
মোঃ মাসুম বিল্লাহ ভূঁইয়া, ফেনী প্রতিনিধিঃ ফেনী প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জে্যষ্ঠ পুত্র শেখ কামাল এর ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ফেনীর ছাগলনাইয়ায় নানা কর্মসূচী পালিত হয়েছে। এ দিবসটি উদযাপন উপলক্ষে প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, স্থানীয় কৃষকদের মাঝে চারা গাছ বিতরণ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশ। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, বিশেষ অতিথি ছিলেন ছাগলনাইয়া পৌর মেয়র এম মোস্তফা মেঘর , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, এনামুল হক মজুমদার ও বিবি জোলেখা শিল্পী ,সহকারী কমিশনার ( ভূমি ), মোঃ ফখরুল ইসলাম , উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা , ডাঃ মোঃ শোয়েব ইমতিয়াজ নিলয় , ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম। অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা আতাউল্লাহ সিফাত। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ছাত্রছাত্রী ও সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য , বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল ১৯৪৯ সালের ০৫ আগষ্টে জম্ম গ্রহণ করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি মুক্তিবাহিনীর অন্যতম সংগঠক ছিলেন। যুদ্ধকালীন সময়ে তিনি মুহাম্মদ আতাউল গণি ওসমানীর এইড ডি ক্যাম্প (এডিসি) হিসেবে কাজ করেন। ১৯৭৫ সালের ১৪ জুলাই তিনি ক্রীড়াবিদ সুলতানা খুকিকে বিয়ে করেন। তিনি ঢাকা আবাহানী লিমিটেডের প্রতিষ্ঠাতা। বিয়ের ১ মাসের মাথায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে তিনি বঙ্গবন্ধুর সাথে শেখ কামাল ও তার স্ত্রী সুলতানা খুকিও শাহাদাত বরণ করেন।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যবস্থাপনা সম্পাদক
আল মামুন
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital