গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত অনলাইন নিবন্ধন নাম্বার ৬৮
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও দূর্নীতি দমন কমিশন এর কমিশনার (অনুসন্ধান) ডঃ মোঃ মোজাম্মেল হক বলেছেন, বর্তমানে পৃথিবীতে প্রায় ৫ কোটির ও বেশি স্কাউট সদস্য রয়েছে। বাংলাদেশ প্রায় ২২ লক্ষের অধিক স্কাউট সদস্য নিয়ে পৃথিবীর চতুর্থ বৃহত্তম ̄স্কাউট রাষ্ট্র।যা আমাদের জন্য একটি মাইলফলক। বৃহস্পতিবার,বিকেলে বন্দর রেস্ট হাউজ সম্মেলন কক্ষে চট্টগ্রাম বন্দর রেলওয়ে জেলা স্কাউটসের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের স্কাউট আন্দোলনের গৌরবময় ঐতিহ্য এবং ছাত্রজীবনে স্কাউটিংয়ে নিজের সম্পৃক্ততার কথা উল্লেখ করে তিনি বলেন, স্কাউট সদস্যরা লেখাপড়ার পাশাপাশি দেশ ও জনগণের সেবায় বন্যা, জলোচ্ছ্বাস, আপৎকালীন উদ্ধার তৎপরতা, আর্তমানবতার সেবায় আনন্দের সঙ্গে দায়িত্ব পালন করেন। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম বন্দর রেলওয়ে জেলার প্রধান পৃষ্ঠপোষক ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান, এনপিপি,বিসিজিএমএস,এনডিসি,পিএসসি,দূর্নীতি দমন কমিশন চট্টগ্রামের পরিচালক মাহমুদ হাসান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মামুনুর রশিদ,বাংলাদেশ স্কাউটস এর জাতীয় উপ-কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) মোঃ শাহীন রাজু, এলটি, বাংলাদেশ স্কাউটস এর জাতীয় উপ-কমিশনার (প্রোগ্রাম) মশিউর রহমান, এলটি,বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম বন্দর রেলওয়ে জেলার কমিশনার ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোঃ ওমর ফারুক, চট্টগ্রাম বন্দর রেলওয়ে জেলার সম্পাদক ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চীফ পারসোনেল অফিসার মোহাম্মদ আজিজুল মওলা। সভায় আরো উপস্থিত ছিল বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম বন্দর রেলওয়ে জেলার সহ -সভাপতিগন, সহকারী জেলা কমিশনারগন, জেলা কাব লিডার, জেলা স্কাউট লিডার, জেলা রোভার লিডার, জেলা কোষাধ্যক্ষ, যুগ্ম সম্পাদক, স্কাউটার প্রতিনিধি, সহযোজিত সদস্য, অডিটর, জেলার সকল গ্রুপের সভাপতি সম্পাদকগন, বিভিন্ন দলের এডাল্ট লিডার ও রোভার সদস্যবৃন্দ। সভার সভাপতিত্ব করেন জেলার সভাপতি ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চীফ প্ল্যানিং মোঃ মাহবুব মোরশেদ চৌধুরী। সভার শুরুতে বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম বন্দর রেলওয়ে জেলার সভাপতি মোঃ মাহবুব মোরশেদ চৌধুরী ও কোষাধ্যক্ষ মোঃ জাহিদুল ইমাম ফুল দিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি কে বরণ করে নেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন রোভার মোঃআশিকুর রহমান।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যবস্থাপনা সম্পাদক
আল মামুন
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital