গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত অনলাইন নিবন্ধন নাম্বার ৬৮
নাসিরনগরে বিষাক্ত সাপের কামড়ে এক যুবকের মৃত্যু। নিজস্ব প্রতিবেদক এম এ ফয়সাল মুর্শেদ, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিষধর সাপের কামড়ে সোয়াঈদ মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যুর হয়েছে সরেজমিনে খবর পাওয়া গেছে যে শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে নাসিরনগর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা দেয় হয়। নিহত মোঃ সোয়াঈদ, উপজেলার বুড়িশ্বর ইউনিয়ন লক্ষ্মীপুর গ্রামের নতুন পাড়ার মোঃবিল্লাল মিয়ার ছেলে নিহতের পরিবার সূত্রে জানা গেছে,সোয়াঈদ মিয়া সিলেটে ফার্নিচারের ব্যবসা করেন। ঈদ আযহার, ঈদ উদযাপন করতে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে আসেন শুক্রবার রাতে বন্ধুদের সাতে বাড়ির পাশে খালে নতুন পানিতে মাছ ধরতে যান। মাছ ধরতে গিয়ে রাত ২ টার দিকে তার বন্ধুদের জানায় ডান পায়ে গোখরা সাপে কামড় দিয়েছে। তখন বন্ধুরা আক্রান্ত স্থানে রশি দিয়ে বাঁধ দেন। স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান তার পরিবারের লোকজন ভোরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎকরা উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরার্মশ দেন। কিন্তু সোয়াঈদের শরীরে বিষ ছড়িয়ে পাড়ায় কুমিল্লায় আর নেওয়া হয়নি। সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত কয়েকজন স্থানীয় সাপুড়ে দিয়ে গ্রাম্য চিকিৎসা করানো হয়। পরে বিকাল সাড়ে ৫টার দিকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আবাসিক মেডিকেল অফিসার ডা.সাইফুল ইসলাম ও ডা.জীবন চন্দ্র দাসের একটি মেডিকেল টিম বিভিন্ন পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। ডা.জীবন চন্দ্র দাস বলেন, যখন সাপে কামড় দিয়েছে সঙ্গে সঙ্গেই নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে হয়ত বাঁচানো যেত। কিন্তু তারা স্থানীয় সাপুড়ে দিয়ে ঝাড়ফুঁক দিয়ে রোগীকে চিকিৎসা করিয়েছে। নিহতের মুখ দিয়ে রক্ত বের হতে দেখে মনে হচ্ছে বিষাক্ত রাসেল ভাইপার কামড়িয়েছে। নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.অভিজিৎ রায় বলেন, সাপের কামড়ে যুবকের মৃত্যুর খবরটি জানতে পেরেছি। এরই মধ্যে ফেসবুকে গুজব ছড়িয়েছে নাসিরনগর হাসপাতালে চিকিৎসা না করে তাকে ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়। তিনি আরও বলছেন সবাইকে আশ্বস্ত করতে চাই,নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কামড়ের ভ্যাকসিন আছে। যুবককে মৃত্যুর পূর্বে চিকিৎসার জন্য নাসিরনগর হাসপাতালে আনা হয়।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যবস্থাপনা সম্পাদক
আল মামুন
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital