গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত অনলাইন নিবন্ধন নাম্বার ৬৮
বরিশাল অফিস:
সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হয়েছে বরিশাল বাকেরগঞ্জ উপজেলার ৪ নং দুধল ইউনিয়নের চন্দ্রদ্বীপ কলেজ ও আইডিয়াল টেকনিক্যাল কলেজ এন্ড বিএম ইনস্টিটিউট এর নবীন শিক্ষার্থীদের।
আজ শনিবার(২৫ জুন) এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।নবীন বরণ অনুষ্ঠানকে উপলক্ষে সাজানো হয় গোটা ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে।
সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও। চন্দ্রদ্বীপ কলেজে নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুস সালাম গাজী।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-ঢাকা জজ কোর্টের আইনজীবী এডভোকেট খান আল আমিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জাতীয় দৈনিক "সরেজমিন বার্তা" পত্রিকা বরিশাল বিভাগীয় প্রধান সাকিবুল ইসলাম রেজা, চন্দ্রদ্বীপ কলেজের প্রতিষ্ঠাতা এডভোকেট আমিনুল ইসলাম, অধ্যক্ষ মোহাম্মদ বাচ্চু সিকদার, ডি কে পি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর হোসেন খান, বিশিষ্ট সমাজ সেবক গোলাম মস্তফা খান শিপন, মোঃ রুবেল খান, নবীন বরণ উদযাপন কমিটির আহ্বায়ক সাজিদ খান প্রমুখ।
অতিথিদের বক্তব্যে বলা হয় চন্দ্রদ্বীপ কলেজ এটি ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি।
আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যবস্থাপনা সম্পাদক
আল মামুন
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital