গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত অনলাইন নিবন্ধন নাম্বার ৬৮
সাইদুল ইসলাম
কসবা(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ
ঢাকা মহানগর পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (স্কুল) নির্বাচিত হলেন মোহাম্মদ সোলায়মান। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শাহপুর গ্রামের, মরহুম মো. সানু মিয়ার জৈষ্ঠ্য সন্তান। বর্তমানে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা এর সিনিয়র শিক্ষক (ইংরেজি) পদে কর্মরত আছেন। তিনি ২০১৮ ও ২০১৯ সালেও ধানমন্ডি শিক্ষা থানায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। উল্লেখ্য তিনি ২০২০ সালে যুক্তরাষ্ট্র সরকারের ফুলব্রাইট স্কলারশীপ নিয়ে বিখ্যাত MIT বিশ্ববিবিদ্যালয়ে টিচিং এক্সিলেন্স এন্ড এচিভমেন্ট প্রোগ্রামের আওতায় প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ ও ফেলোশীপ গ্রহণ করেন এবং ২০১৫ বৃটিশ কাউন্সিলের কানেকটিং ক্লাসরুমের আওতায় যুক্তরাজ্যের পার্টনার স্কুলে প্রশিক্ষণ নেন। তিনি দক্ষিণ কোরিয়া ও জাপান সরকারের আইসিটি শিক্ষা বিভাগের তত্ত্বাবধানে কোভিড কালীন সময়ে অনলাইনে শিক্ষায় প্রযুক্তি বিষয়ক নানান প্রশিক্ষণ গ্রহণ ও পুরস্কার অর্জন করেন। শিক্ষার পাশাপাশি মানবসেবাতেও উল্লেখযোগ্য অবদান রয়েছে তার, তার গ্রামের বাড়ি শাহপুর গ্রামের মামাজ নামের একটি মানব সেবামূলক সংগঠনের উপদেষ্টা তিনি। প্রায়ই গরিব-অসহায়দের পাশে থেকেছেন তিনি। তার এই গৌরবময় সাফল্যতে উচ্ছাসিত তার স্বজন ও এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যবস্থাপনা সম্পাদক
আল মামুন
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital