গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত অনলাইন নিবন্ধন নাম্বার ৬৮
মোঃ মাসুদ আলম সাগর ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ: কক্সবাজার জেলার পেকুয়া থানার মগনামা হতে কুখ্যাত সন্ত্রাসী শাহাব উদ্দিনকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম। ১। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ^াস অর্জন করতে সক্ষম হয়েছে। ২। র্যাব-৭, চট্টগ্রাম গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কক্সবাজার জেলার পেকুয়া থানাধীন কালারপাড়ায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৩ মে ২০২২ ইং তারিখ ২১৩০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ শাহাবুদ্দিন (৩৯), পিতা-মোঃ গোলাম কাদের, সাং-কালারপাড়া, থানা-পেকুয়া, জেলা-কক্সবাজার’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর নিজ হেফাজতে থাকা এবং তার দেখানো মতে পার্শ্ববর্তী খেজুর গাছের নিচ হতে ০১টি ওয়ান শুটারগান এবং ০২ রাউন্ড শর্ট গানের কার্তুজ উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়। ৩। উল্লেখ্য গ্রেফতারকৃত আসামী নিজ এলাকার একজন কুখ্যাত সন্ত্রাসী এবং মাদককারবারী। সে তার সহযোগীদের নিয়ে তার এলাকায় নৈরাজ্য সৃষ্টি করত এবং ব্যবসায়ী, নির্মাণ কাজের ঠিকাদার এবং ধনী ব্যক্তিদের অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা নিত। এলাকার লোকজন তার অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পেত না। ৪। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যবস্থাপনা সম্পাদক
আল মামুন
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital