গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত অনলাইন নিবন্ধন নাম্বার ৬৮
মোঃ রবিউল ইসলাম,জেলা প্রতিনিধি(জামালপুর): জামালপুরের রশীদপুর এলাকায় মাদকের টাকা না পেয়ে বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যা করেছে পুত্র। এদিকে বাবাকে হত্যাকারী আটক ঘাতক পুত্র রিপন মিয়াকে আটক করলে তার স্বজনরা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ ৩ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। নিহত ৬৫ বছর বয়সের বৃদ্ধ আব্দুর রশিদ রশীদপুর গ্রামের মৃত মহেছ শেখের পুত্র। জামালপুর সদর থানার ওসি তদন্ত মোঃ দেলোয়ার হোসেন জানান, শনিবার সকালে রিপন তার বাবা আব্দুর রশিদের কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাবাকে পিটিয়ে আহত করে। স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। খবর পেয়ে বিকালে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিপনকে আটক করলে রিপনের বন্ধু মোঃ ফয়সালসহ একদল দুস্কৃতিকারী আসামী ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পরে পুলিশ শর্টগানের ৩ রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি শান্ত করে। আটক ফয়সাল একই এলাকার আব্দুল মান্নানের পুত্র। এ ঘটনায় নিহতের বড় ছেলে জাহাঙ্গীর আলম শিপন বাদী হয়ে তার ভাই রিপনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছে। পুলিশের কাছ থেকে আসামী ছিনিয়ে নেওয়ার চেষ্টাকারী ফয়সালসহ দুস্কৃতিকারীদের বিরুদ্ধে পুলিশ আরেকটি মামলা দায়ের করেছে।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যবস্থাপনা সম্পাদক
আল মামুন
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital